ভিডিও

ওভারপাস থেকে ছিটকে পড়লো বাস,  নিহত ১, আহত ৪৪

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০১:৪১ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০১:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে  যাত্রীবাহী বাস ওভারপাস থেকে নিচে পড়ে গিয়ে নুরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। 

রোববার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের বাসটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের মুখোমুখি হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, একজন মারা গিয়েছে। বাকি আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকিরা নরসিংদীতেই চিকিৎসা নিচ্ছেন৷

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS