রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর টিকাপাড়ায় ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণটি ঘটে। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- টিকাপাড়ার আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৭) ও শাহীন আলীর ছেলে সাবা (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে লোকজন গিয়ে সেখান থেকে আহত দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে সেখান থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করে। এর মধ্যে একটি কার্টনে ৮টি ও ময়লার ভিতর ২টি পড়ে ছিল।
স্থানীয়দের ধারণা- কোটা আন্দোলনের সময় ককটেলগুলো তৈরি করা হয়েছে। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।