সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামে পুকুরে পড়ে প্রবাসী শাহীনের ছেলে ইয়ামিন (৪) ও প্রবাসী ইমরানের ছেলে রুহান (৩) মারা যায়। এরা সম্পর্কে চাচা ভাতিজা।
স্থানীয়রা জানান, শিশু রুহানের মা ইছামতি নদীতে কাপড় ধোয়ার সময় শিশুরা নদীর ধারে খেলছিল। পরে তারা পাশের পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।