নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের নিলটেক এলাকার আইয়ুব খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। সোমবার দিবাগত মধ্যরাতে সাদ্দাম হোসেনকে বাড়ি ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে গুরুতর অবস্থায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সিঙ্গাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।