কোর্ট রিপোর্টার : বগুড়ায় শাকিব বাবু রোহান চৌধুরী (১৭) আপহরনসহ হত্যা মামলায় বগুড়ার কুটুর বাড়ী উত্তরপাড়ার জলিল খাঁর ছেলে হাজতি আসামি মোঃ সোহেল খাঁর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মোহাঃ জালাল উদ্দিন তার জামিনের আবেদন শুনানী শেষে ওই আদেশ দেন।
বগুড়ার মানিক চকের কামাল চৌধুরী কর্তৃক দায়েরকৃত এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওই আসামিসহ অন্যান্য আসামি গত বছরের ১১ অক্টেবর সকালে শাকিব বাবু রোহান চৌধুরীকে বগুড়ায় আদালতের সামনে রাস্তা হতে অপহরন করে নিয়ে করে নিয়ে যায়।
এর পরে আসামিরা শাকিব বাবুকে মারপিট করে হত্যা করে। এব্যাপারে নিহত শাকিব বাবুর বাবা বাদি হয়ে বগুড়া পৌর সভার কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে প্রধান আসামি এবং ওই আসামি সোহেল খাঁসহ ১১ জন আসামির নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।