ভিডিও

পাবনার সুজানগরে দুষ্কৃতকারীদের আগুনে চারটি ঘর ভস্মীভূত

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ০৭:২৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের আহম্মদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে কতিপয় চিহ্নিত দুষ্কৃতকারীরা। আগুনে তার  ৪টি টিনের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে একই এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী প্রথমে আবুল কালাম আজাদের একটি বসত ঘরে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ আরও ৩টি টিনের ঘর ভস্মীভূত হয়।

পরে খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছে পরিবারটি। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS