নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে টয়লেটের কূপ থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলার কুশদহ ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের বাবুরামের বসতবাড়ি সংলগ্ন নির্মাণাধীন একটি টয়লেটের কূপ থেকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরের যে কোন সময় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তিরা হলো- উপজেলার পাঠকপাড়া গ্রামের মৃত পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার চকগোপাল সরকারপাড়ার মৃত শুকু পাহানের স্ত্রী সারতী পাহান (৬০)।
ঘটনাস্থলের পাশে একটি আদিবাসীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। পুলিশের ধারণা নেশাগ্রস্ত হয়ে ওই কূপের মধ্যে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অস্বাভাবিক মামলা দায়ের হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।