নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম বলেন, গত ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া থানা থেকে লুট করে নিয়ে যায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। লুট হওয়া এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। সেই সঙ্গে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম উপ-পুলিশ কমিশনারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।