নিউজ ডেস্ক: বান্দরবানের ম্যাকছি ঝিরিতে মাথা ও হাতবিহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর থানচি বাসস্টেশনের মারমা শ্মশানের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মারমা শ্মশানের পেছনে ম্যাকছি ঝিরিতে লুঙ্গি পরা মাথা ও হাতবিহীন গলিত লাশ দেখতে পায় তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।