নিউজ ডেস্ক: বান্দরবানে সাঙ্গু নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মারুফ বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মো. মারুফ ও বিজয় মল্লিক নামে দুই বন্ধু মিলে সাঙ্গু নদীর বালাঘাটা ঘাট থেকে সাঁতরে মার্মা বাজার ঘাটে যাওয়ার সময় মারুফ পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বিজয় মল্লিক মার্মা বাজার ঘাট পার হয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজের ঘটনা খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বান্দরবান ফায়ার সার্ভিসের ডুবুরি টিম না থাকায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে জানানো হয়েছে। চট্টগ্রামের ডুবুরি টিম ব্যস্ত থাকায় রাঙ্গামাটির টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।