ভিডিও

টোল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট: আগস্ট ১৬, ২০২৪, ০৭:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  টোল বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে এই হুঁশিয়ারি দেয়া হয় । বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সেতুর দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন টোল আদায় বন্ধ হলেও পুনরায় টোল আদায়ের প্রস্তুতি নেয় ইজারাদাররা। যার কারণে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। টোল আদায়ের কয়েকগুণ টাকা উঠলেও বন্ধ হচ্ছে না কেন আমাদের প্রশ্ন। আমরা তাদের আলটিমেটাম দিতে চাই, আর যদি টোল আদায় হয় তাহলে কঠোর আন্দোলন হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS