ভিডিও

গুলি করার হুমকি দানের অভিযোগে গ্রেপ্তার এম এ লতিফ 

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ১২:৪১ দুপুর
আপডেট: আগস্ট ১৭, ২০২৪, ১২:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: গ্রেপ্তার  হলেন চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।  

শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৬টায় ডবলমুরিং থানা পুলিশ নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী জানান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS