নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনায় খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে বহু যানবাহন।
শনিবার (১৭ আগস্ট) সকালে আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে। সড়কের মাটি সড়াতে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের লোকজন আমাদের সঙ্গে যোগ দিয়েছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। যান চলাচলের উপযোগী করতে সময় লাগবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।