নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল বিকেলে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের মোজ্জামেল হক ওরফে ইকবাল (৪৮) ও মতুর্জা আক্তার রুমা (৩৭)।
র্যাব জানায়, দুই মাদক কারবারি বেশ কিছু দিন ধরে গোপনে দেশের বিভিন্নস্থান থেকে ইয়াবা এনে ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।