নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের খাল থেকে সুখবিলাস ইসলামিক মিশনারি সেন্টারের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে পদুয়া ইউনিয়নে খাল থেকে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসেন জুয়েল। সে রাঙামাটির রাজস্থলী উপজেলার শফিপুর গ্রামের মো. নবী হোসেনের ছেলে।
পদুয়া ইউনিয়নের সুখবিলাস ইসলামিক মিশনারি সেন্টারের কিতাব বিভাগের (১০ম শ্রেণি) এই শিক্ষার্থী থাকতো মাদ্রাসার আবাসিক হলে।
মাদ্রাসার শিক্ষক মুফতি সাইফুল ইসলাম বলেন, শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার পর থেকে ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে জানালে রোববার (১৮ আগস্ট) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মো. হাছান বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।