শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনাতাই ও মারপিটে ঘটনায় থানায় অভিযোগ।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের হান্নান (৪৮) আবুল কাশেমের জমি কিনবে সেই জমির বায়নার টাকা নিয়ে কাশিনাথপুর বাজারে যায়।
এ সময় একদল সন্ত্রাসী ব্যবসায়ী হান্নানকে কুপিয়ে জখম করে ২ লাখ ৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় হান্নানকে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ী হান্নান বলেন, জমির বায়নার ২ লাখ ৯ হাজার টাকা নিয়ে কাশিনাথপুর বাজারে যাই এসময় রুহুল, আমানত, জহুরুল ও ছালাম আমাকে মারপিট ও কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় তাদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করি। থানার অফিসার ইনচার্জ সবুজ রানা বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।