ভিডিও

সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাভার পৌর এলাকার রাজালাক ফার্ম এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজিবুর (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গণপিটুনিতেম আহত আরও তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর মানিকগঞ্জের উথুলি থানার ধূসর গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন।

থানায় সোপর্দ করা তিনজন হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫), শিপন (১৫) ও পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়মুল হুদা বলেন, আজ ভোরে গণপিটুনিতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS