ভিডিও

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৯:৪৪ রাত
আপডেট: আগস্ট ২১, ২০২৪, ১২:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরী বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন থানা থেকে এ অস্ত্র লুট হয়েছিল। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি-১ এর সহকারী পরিচালক নজরুল ইসলাম।

তিনি জানান, গত ৫ আগস্ট রাতে থানায় হামলা করে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। পরে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সদস্যরা তা উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করে। সেগুলো সংশ্লিষ্ট থানাকে বুঝিয়ে দেওয়া হয়।

চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিভিন্ন থানা থেকে লুট হওয়া বেশকিছু গোলাবারুদ উদ্ধার করে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুলিশের কাছে বুঝিয়ে দিতে শুরু করেছে। গত মঙ্গলবার একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান এবং পাঁচটি শর্টগানের কার্টিজ বিজিবি হস্তান্তর করেছে। এসময় বিজিবি, সেনাবাহিনীর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS