বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপসহ গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ৩ টায় শহরের সাতমাথায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে বগুড়া’র আয়োজনে কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা গণমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রিয় সদস্য রেজাউল বারী দীপন, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, নিউজ টোয়েন্টিফোর বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম বাবু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, শুভসংঘের সভাপতি ডা: সিরাজুল হক ফাইন, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান চন্দন, বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি, বগুড়া প্রেস ইউনিটের ডেপুটি ম্যানেজার কারিম উল্লাহ, এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ মোঃ কৌশিক শাহরিয়া, এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মোঃ বিপ্লব হোসেন, এক্সিকিউটিভ জসিম উদ্দিন, সিটিপি ইনচার্জ ফারুক হোসেন, সার্কুলেশন ইনচার্জ শফিকুল ইসলাম, ওয়েব বিভাগ রতন কুমার রায়, ইলেকট্রিক্যাল বিভাগের বিপ্লব ভট্টাচার্য্য, দৈনিক বাংলার প্রতিনিধি প্রবীর মোহন্ত, সংস্কৃতিক কর্মী রবিউল করিম হৃদয়, সাংবাদিক আল আমিন, মামুনুর রশিদ, সজল শেখ, ববিন রহমান, ব্যবসায়ী রেজাউল করিম ডাবলু, আব্দুর রহমান, লিটন রহমান ও সংবাদপত্র হকার্স নেতা আমিনুর ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।