শেখ হাসিনার বিচার দাবি
করতোয়া ডেস্ক : গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগি-বৈঠার তান্ডব, শাপলা চত্বরে হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বগুড়াসহ বিভিন্ন জেলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া শহরের নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহনে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা, নবাববাড়ি সড়ক, থানামোড় বড়গোলা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। আর এর মধ্যে দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে রেজাউল করিম বাদশা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের পাশে আমাদের থাকতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
আমাদের জয়পুরহাট জেলা প্রতিনিধি জানান, একই ইস্যুতে জয়পুরহাটে যুবদলের দুটি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল প্রায় ১১ টায় জেলা যুবদলের একাংশের নেতা কর্মীরা শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সমাবেত হয়।
এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় মসজিদের সামনে জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, শরিফুল ইসলাম, হারুনুর রশীদ জুয়েল, তৌফিত এলাহী, আব্দুল মতিন প্রমুখ।
অপরদিকে বিকেলে একই দাবিতে জেলা যুবদলের অপর অংশ রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। শহর প্রদক্ষিণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সমাবেশের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদির হোসেন আদনান।
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সদস্য মোঃ উজ্জল প্রধান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস মতিন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।