ভিডিও

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট: আগস্ট ২১, ২০২৪, ১১:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা এক ভবঘুরে যুবকের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের উত্তরগ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরে কোন পোশাক ছিল না তবে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অপরিচিত লোকটি এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো এবং দিন-রাতের অধিকাংশ সময় রাস্তার পাশে অবস্থান করতো। তারা আরও জানান, রাতের আঁধারে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে অথবা ওই ডোবাই পড়েও তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শরীরের চামড়াগুলো কুকড়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS