নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মাহবুব হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাসুদেবপুর মধপাড়া দোলবাড়ি এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের দিনমজুর ইমান আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বাড়ি থেকে বের হন মাহবুব। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। আজ সকালে নিহতের বাড়ির অদূরে মধ্যপাড়া এলাকার একটি পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কে বা কারা হত্যার পর ফেলে রেখে যায়। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।