ভিডিও

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০২:২৭ দুপুর
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় তিন পুলিশ হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পৃথক দুইটি হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আশুলিয়া থানায় এ দুটি মামলা করা হয়। এরমধ্যে একটি মামলার বাদী নিহত পুলিশ সদস্য মো. সোহেল রানার স্ত্রী মোছা. রেশমা পারভীন। এতে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় বাদী মো. রফিকুল ইসলামের স্ত্রী রাব্বি আক্তার। এ মামলায় সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাতদের আসামি করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন। 

নিহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা জেলার ডিএসবি আশুলিয়া জোনে কর্মরত এএসআই সোহেল রানা, এএসআই রাজু আহমেদ এবং মালিবাগ এলাকায় কর্মরত এএসআই রফিকুল ইসলাম। এএসআই রফিকুল ইসলামকে ডিউটি শেষে আশুলিয়ার জিরানিবার এলাকার বাড়িতে ফেরার সময় আশুলিয়া থানা রোডের মাথায় পিটিয়ে হত্যা করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS