ভিডিও

ফরিদপুরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৩:০৯ দুপুর
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০৩:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সিসিবিএল পাম্পের সামনে গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলনা গ্রামের ঝিল্লু মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২৩) ও তার বন্ধু একই ইউনিয়নের চান্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর মিয়া (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মাতব্বর দুই বন্ধুকে নিয়ে ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুয়াদি গ্রামের সিসিবিএল পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। আহত হন আরেকজন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকি বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS