ভিডিও

সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৫:৪০ বিকাল
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০৫:৪০ বিকাল
আমাদেরকে ফলো করুন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়শের চর হাকুড়িয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গত বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ অভিাযান পরিচালিত হয়।

এসময় মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহীর কর্নহার থানার বড় মত্ত পাড়ার গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম (২৯) বেজোড়া গ্রামের গাফ্ফার আলীর ছেলে ফারুক হোসেন (২৮) ও কর্নহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবাইর (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে র‌্যাব-১২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS