সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
আজ শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে পরে সিংড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে।
বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের নাটোর জেলা আহবায়ক এড. হারুনুর রশিদ, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মেহেদী হাসান মামুন, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি ফরহাদ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইফতেখার শাওন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, ছাত্র অধিকার পরিষদের সিংড়া সভাপতি আলিফ রানা, সাধারণ সম্পাদক মামুন সরকার প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।