শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের পল্লীতে প্রভাবশালী কর্তৃক ২১ বিঘা ফসলি জমি দখলে নিতে ব্যর্থ হওয়ায় অসহায় ৮ পরিবারকে বসতবাড়ি উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ২১ বিঘা ফসলি জমিতে আমন ধান রোপন করেছেন কৃষক আফজাল মোল্ল্যা, ফুলমিয়া, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, মজনু মিয়া, সাকুমিয়া, শাহাদৎ হোসেন ও নান্নু মিয়া নামে ৮ কৃষক।
ওই ৮ কৃষক পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী রাধাকান্তপুর গ্রামের আতিকুর মন্ডলদের বিরোধ চলে আসছে। এ ব্যাপারে কৃষক আফজাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে আতিকুর মন্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, উক্ত বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।