নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নাসির শেখ (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নাসির শেখ ওই গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
নিহতের ভাই সেলিম শেখ অভিযোগ করে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের নুরু শেখের ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।’
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘জমি সংক্রন্তা বিরোধের জেড়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।