হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভাল হওয়ায় কৃষকও খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সারা বছরই এ সবজি চাষ করছে কৃষক।
হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, তিনি এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছেন। এতে কীটনাশক ব্যবহার না করলেও চলে। তবে জমিতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়।
এবার উপযুক্ত আবহাওয়া থাকায় ঢেঁড়সের ফলন গতবারের চেয়ে বেশি হচ্ছে। বর্তমানে বাজারে ঢেঁড়স ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ীরা ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে। ঢেঁড়স তোলার পর ওই জমিতে আমন ধান লাগানো হবে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, ঢেঁড়স চাষে উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বারছে। এই সবজি চাষ করে কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন ও ভালো দাম পাওয়া যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।