ভিডিও

চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজট

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১২:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা করা যায়।

আব্দুল করিম নামের একজন চাকুরীজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর বাড়ি ফিরে যাব।

মিনারা বেগম নামের এক গার্মেন্টস কর্মী বলেন, পুরো রাস্তা আটকে আছে। যানজটের কারণে ভেঙে ভেঙে কারখানায় যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে। আমরা গরীব মানুষ। হিসেবের থেকে বেশি খরচ করলে ঝামেলায় পড়তে হয়।

আতাবুর মিয়া নামে এক বাসচালক বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে ২ ঘণ্টায় মদনপুর আসছি। এভাবে যানজট হলে আমাদের খরচের টাকাও উঠবে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম বলেন, কী কারণে যানজট সৃষ্টি হয়েছে জানা নেই। যানজট নিরসনের চেষ্টা চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS