নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় স্ত্রীর বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদের প্রতিবাদ করায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী স্বামী-স্ত্রী।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, রেখা বেগমের একটি মোবাইল হারিয়ে যায়। এ নিয়ে প্রতিবেশী হেবজু মিয়ার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন রেখা বেগম। বিষয়টি জেনে প্রতিবেশীর বাড়ি গিয়ে প্রতিবাদ করেন হেবজু মিয়া। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে হেবজু মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে রেখা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে তারা দুজন পলাতক। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।