সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সিএনজি চালিত অটোরিকমায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আটক করেছে ট্রাক অটোরিকশা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী নামক স্থানে নগরবাড়িমুখি ট্রাক (ঢাকা মেট্রো-২৪৭১৮৩) ও বগুড়ামুখি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার ভিতরে থাকা বাবলু সাহা (৬৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি সাঁথিয়া পৌরসভার মৃত জতিন্দ্রনাথ সাহার ছেলে। বাবুল সাহা পেশায় ব্যবসায়ী ছিলেন। অটোরিকশার অপর পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন সরদার বলেন দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।