ভিডিও

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিছিল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১০:২৩ দুপুর
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ১০:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্কে:  গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে মাদক নির্মূল করতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।

শনিবার (৩১ আগস্ট) সকালে ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে পুরাতন সাব রেজিস্ট্রার অফিস এলাকায় মানববন্ধন ও পরে ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের বিভিন্ন শাখা রাস্তায় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। 

এ সময় স্থানীয় গ্রামবাসী ও যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইনজামুল হক জাকির, সুমন সরকার, শহিদুল সরকার, নুরুল ইসলাম, রাসেল মিয়া, সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, আদর্শ গ্রাম গড়তে হলে আগে মাদক মুক্ত করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। সুস্থ-সুন্দর পরিবেশই আগামী প্রজন্মের জন্য সঠিক সমাধান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS