ভিডিও

রাজবাড়ীর রাস্তা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ০৬:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বটতলার কাছে থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, ভোরে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বটতলার কাছে রাস্তায় গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানান, মরদেহের গলায় ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তসহ ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS