চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া স্লুইস গেট এলাকায় র্যাবের অভিযানে পরিত্যক্ত এক কেজি ষাট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মহানন্দা নদীর পাড় থেকে হেরোইন উদ্ধার করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
আজ শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জব্দকৃত হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।