উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া উপজেলার বনবাড়িয়া গ্রামের পাশে জলাভূমি থেকে ইদ্রিস আলী (৭৪) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্বার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জলাভূমির পাশেই ইদ্রিসের আমন ধানের স্কীম। রাতে এই স্কীমে সেচ মেশিন দিয়ে পানি দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিরাতেই তার ধানের স্কীমের সব জমিতে পানি ঠিকমত যাচ্ছে কিনা তা টর্চলাইট দিয়ে পর্যবেক্ষণ করতেন।
তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন ছিল না। মরদেহের পাশে তার ব্যবহৃত টর্চলাইট পড়ে ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।