ভিডিও

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় : উপাচার্য

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৩:০১ রাত
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০২:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ সময় বন্ধ থাকবে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলও।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের অনুরোধ জানানোর পর বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য সাদেকা হালিম বলেন, ইউজিসির নোটিশ দেখেছি। আগামীকাল সিন্ডিকেট দিয়েছি। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। এসময় হলও বন্ধ থাকবে।

উপাচার্য আরও বলেন, হল বন্ধের সময় কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবে না। হল ত্যাগ অবশ্যই করতে হবে। এসব শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে।

 

মঙ্গলবার রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS