ভিডিও

ধর্মীয় অনুভূতিতে আঘাত : হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার নামে মামলা

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট: অক্টোবর ০৭, ২০২৪, ০৫:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানহানির অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর এবং অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলাটি দায়ের করেন নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিনেতা রাসেল মিয়া নিজেকে চিত্রনায়ক এবং হেলেনা জাহাঙ্গীরকে তার ‘কথিত বোন’ বলে পরিচয় দেন। ২০২২ সালের ১ সেপ্টেম্বর হেলেনা জাহাঙ্গীরের ‘পাপমুক্ত ছবি’ নিয়ে করা বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন, ‘ওজু করে হলে গিয়ে সেই সিনেমাটি দেখে বের হয়ে নামাজ পড়া যাবে। ’

অভিযোগকারীর মতে, এ ধরনের বক্তব্য ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অত্যন্ত অপমানজনক।

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর রাসেল মিয়াকে থানায় গিয়ে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা শপথ করতে দেখা যায়, যা মুসলিম সমাজে কোরআনের মর্যাদাকে হেয়প্রতিপন্ন করে। এভাবে তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করেছেন।

এ ঘটনায় মামলার বাদী নেসার উদ্দিন বলেন, হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়া সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS