ভিডিও

রহমত উল্লাহর নামে শাকিব খানের করা মামলা খারিজ

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আপডেট: অক্টোবর ০৯, ২০২৪, ০৭:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

প্রযোজক রহমত উল্লাহর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (০৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন।

এর আগে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলেনি মর্মে রহমত উল্লাহকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

এরপর বাদীপক্ষে শাকিব খান প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আজ শুনানি শেষে সেই নারাজি গ্রহণ করার মতো উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।  এর আগে গেল বছর ২৭ মার্চ এই মামলা করেন শাকিব খান।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ।

শাকিব খানের বিরুদ্ধেও মানহানির অভিযোগে পাল্টা মামলা করেছেন এই প্রযোজক। ২০২৩ সালের ১৩ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধি ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয় বলে জানান রহমত উল্লাহর আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। এই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। পিবিআই ইতোমধ্যেই এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে বলেও জানা গেছে।

তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS