ভিডিও

ছুঁয়ে দেখতে পারেন একটুকু প্লাস্টিক নেই

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:০১ দুপুর
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৩:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্র জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির নায়িকা নয়নতারা। প্রায় দু’দশকের কর্মজীবন তার। ক্যারিয়ারের পাশাপাশি স্বামী, দুই পুত্রসন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীর জীবন। গত বছর শাহরুখ খানের হাত ধরে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করে সফল এই দক্ষিণী অভিনেত্রী।

ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতেই বলিউডের বাদশার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পরিসংখ্যান বলেছে তার ঝুলিতে ছবির সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ২০০৩ সালে মালায়লম ছবির মাধ্যমে সিনে দুনিয়ার আত্মপ্রকাশ করেন তিনি। সময় যত গড়িয়েছে, বদলেছে নয়নতারার মুখের গড়ন।

অনেকেরই ধারণা তিনি নাকি অস্ত্রোপচার করে বদলে ফেলেছেন নিজেকে। তবে অভিনেত্রীর সাফ জানিয়েছেন, ‘ছুঁয়ে দেখুন একটা প্লাস্টিক পাবেন না।’ এমনিতেই নায়িকারা নিঁখুত চেহারা পেতে বিভিন্ন সময় নানা ধরনের অস্ত্রোপচারের সাহায্য নেন। বোটক্স থেকে ফিলার এখন লোকের মুখে মুখে প্রচলিত কিছু পদ্ধতি। বলিউডের একাধিক অভিনেত্রী অস্ত্রোপচার করান। তার পরিণাম কখনও ভাল হয়েছে, কারও ক্ষেত্রে আবার ফল হয়েছে উল্টো। ২০০৩ সালের নয়নতারা ও ২০২৪ এসে নাকি বিস্তর ফারাক। সে কথা মানছেন নয়নতারা নিজেও। 

তিনি বলেছেন, অস্ত্রোপচার নয়, বিভিন্ন সময় আমি আমার ভ্রুয়ের গড়ন বদলাই। তার ফলেই মুখটা অন্য রকম লাগে। এছাড়াও প্রতিনিয়ত ডায়েটও চেহারার অনেকটা বদল আনে। ছুঁয়ে দেখতে পারেন একটুকু প্লাস্টিক নেই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS