ভিডিও

নব্বই হাজার মানুষকে ব্লক করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী সর্বশেষ আলোচনায় এসেছিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে নির্বাচন করে ডলি সায়ন্তনী ভোট পেয়েছিলেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। ওই আসনে বিজয়ী প্রার্থী নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির।  নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।  এবার নতুন করে এই গায়িকা আলোচনায় এলেন ফেসবুকে ব্লক করে। দু একজনকে নয় উলটাপালটা মেসেজ দেওয়ায় গায়িকা ৯০ হাজার ৮৭০ জনকে ফেসবুকে বলক করেছেন। নিজেই বিষয়টি সামাজিক মাধ্যমে ফেসবুকে জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এই গায়িকা লিখেছেন, আমি এই পর্যন্ত ৯০,৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ কে দেখতে চাননা তারা দেখবেননা প্লিজ আর কেউ যদি উল্টা পাল্টা মেসেজ করবেন তো ব্লক খাবেন। তার এই পোস্টে রীতিমতো প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই নানারকম মন্তব্য করছেন। এই মুহুর্তে ডলি সায়ন্তনী আমেরিকাতে আছেন। ঠিক কবে নাগাদ দেশের ফিরবেন 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS