ভিডিও

ডিনারে গিয়ে কটাক্ষের মুখে আরবাজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহান। তরুণ আরহান ও দ্বিতীয় স্ত্রী সুরাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন আরবাজ খান। সেখান থেকে বের হয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিয়েছিলেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে তাদের তিন জনের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন বিদ্রূপের মুখে পড়েছেন আরবাজ। ‘ছেলের প্রেমিকা মনে হচ্ছে তো!’, এমন মন্তব্যও করা হয়েছে তাদের ভিডিওতে।

১৯৯৮ সালে মালাইকা অরোরাকে বিয়ে করেন আরবাজ। বিয়ের চার বছর পর তাদের একমাত্র ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা হওয়ার কথা জানা গেলেও ২০১৭ সালে দুজনের আইনি বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। অন্যদিকে আরবাজ শান্তি খুঁজেছিলেন বিদেশিনী জর্জিয়ার প্রেমে। কিন্তু আচমকাই মেকআপ আর্টিস্ট সুরাকে মন দিয়ে বসেন। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর সুরা খানকে বিয়ে করেন আরবাজ। শোনা যায়, ৫৬ বছরের আরবাজের থেকে ২৫ বছরের ছোট সুরা। তবে বাবার দ্বিতীয় বিয়েতে বেশ খোশমেজাজেই ছিলেন মালাইকা পুত্র। বিয়ের আসরে আরবাজের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গাইতেও দেখা গিয়েছিল তাকে। সুরা ছিলেন দুজনের চিয়ার লিডার।

শনিবার রাতের ভিডিওতে ক্যাজুয়াল লুকেই ছিলেন আরবাজ, সুরা ও আরহান। নৈশভোজ সেরে সবে বেরিয়েছিলেন তিনজন। ক্যামেরার সামনে পোজ দেওয়ার পরই গাড়িতে উঠে যান। সেখানেও তিনজনকে খোশমেজাজে দেখা যায়। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় বিদ্রূপ। ‘ছেলের প্রেমিকা মনে হচ্ছে তো!’, এমন কথা তো লেখাই হয়েছে, পাশাপাশি আরবাজ-সুরার বয়সের ফারাক নিয়েও কটাক্ষ করা হয়। “ছেলে আর মেয়ের সঙ্গে আরবাজ খান”, এমন মন্তব্যও করেন অনেকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS