আমরা ক’জন শিল্পী গোষ্ঠী বগুড়ার নৃত্য বিভাগের শিক্ষার্থী আরাধ্যা মৃত্তিকা চৌধুরী, নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিচালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে। তার এই সাফল্যে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ ও সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ প্রমূখ। আরাধ্যা মৃত্তিকা চৌধুরী শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম শ্রেণির শিক্ষার্থী। আরাধ্যার বাবা মৃদুল চৌধুরী পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নাটোর অঞ্চলের উপ-পরিচালক ও মা শুক্লা দেব শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।