ভিডিও

১০ বছর প্রেমের পর আগামী মাসেই বিয়ে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০২:৩১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০২:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : নায়িকা রাকুল প্রীত সিংয়ের বিয়ের খবর পুরাতন হতে না হতেই আরেক অভিনেত্রীর বিয়ের সানাই বেজে উঠছে। এবারের তারকা তাপসী পান্নু। 

জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে এবার তিনি বিয়ে করছেন। প্রেমিক, ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী। খবর এনডিটিভি’র।

মার্চেই বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে হবে বিয়ের আয়োজন। তবে সেই আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। কোনও বড় তারকাকে তারা নিমন্ত্রণ দিচ্ছেন না। সূত্রের তথ্য অনুসারে, তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে হবে শিখ ও খ্রিস্টান দুই রীতিতে। প্রেমের বিষয়টি কখনও লুকোছাপা করেননি তাপসী। বরাবরই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে রেখেছেন। গেলো বছরের জুলাইতে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাপসীর কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান। তখন অভিনেত্রী বলেছিলেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়ে করতে চান। সেই পরিকল্পনাতেই হয়ত এগোচ্ছেন তারা।

প্রসঙ্গত, তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানির নির্মাণে এই ছবিতে তার নায়ক শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ ছবিগুলো।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS