বিনোদন ডেস্ক : অভিনয় জগতের কিংবদন্তি অ্যালাইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র এবং ৩ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ জব্দ করেছে ফ্রান্স পুলিশ। প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণে ডুচি-মন্টকরবনে অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। খবর বিবিসি’র।
৮৮ বছর বয়সী এই অভিনেতা ছিলেন ফরাসি সিনেমার সোনালী যুগের একজন তারকা, যিনি দ্য সামুরাই এবং বোর্সালিনোর মতো হিট ছবিতে তার কঠিন-ব্যক্তিত্বের জন্য পরিচিত। মঙ্গলবার আদালত-নিযুক্ত কর্মকর্তা ডেলনের বাড়িতে একটি অস্ত্র লক্ষ্য করেন। পরে একজন বিচারককে সতর্ক করার পর তিনি বাড়ি তল্লাশির নির্দেশ দেন। ডেলন সর্বশেষ জনসম্মুখে এসেছিলেন ২০১৯ সালে। কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পালমে ডি'অর পেয়েছিলেন তিনি।
ফ্রান্সের গণমাধ্যমসূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এই তারকা অসুস্থ ছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করেন তিনি। এছাড়াও অন্য একটি গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।