ভিডিও

১৭৪ ধারার কথা বলে কটাক্ষের শিকার এমপি নুসরাত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

 বিনোদন ডেস্ক  : সন্দেশখালিতে ‘১৭৪ ধারা’ আছে বলে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। মঙ্গলবার সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বলেছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে ঠাট্টা-তামাশা।  নুসরাত বলেছেন, ‘আমি বেশি দিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না। কারণ আমি কিছু ভুল করিনি। প্রতি দিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি, এমন নয় যে আমি এর থেকে দূরে আছি। আমি এ বিষয়ে ইতোমধ্যে আমার মনে কথা বলেছি। আমি সবসময় দলের নির্দেশ মেনে চলি। রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের কাছে, যা যা দরকার তাই করা হচ্ছে। সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছেন হাইকোর্ট। রাজ্য সরকার যা যা দরকার তাই করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’  

আসন্ন লোকসভা নির্বাচনে নুসরাত আর প্রতিযোগিতা করবেন কিনা তা নিয়ে দোলাচল রয়েছে। কিন্তু তার এতদিনের লোকসভা কেন্দ্র উত্তপ্ত সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে এর পরেই তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার এলাকায় না যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন? কিছু পরিস্থিতি এমন রয়ে গেছে। সেখানে ১৭৪ ধারা আছে। আমি সেখানে গেলে সঙ্গে পাঁচজনকে নিয়ে যাব এবং এটা আইনশৃঙ্খলার বিরোধী হবে। আমি এমন কিছু করব না যা আইনশৃঙ্খলার বিরোধী হয়। মনে রাখবেন আমরা আইনশৃঙ্খলার ওপরে নই। আমাদের প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে। জনগণ ন্যায়বিচার পাবে।’

নুসরাতের এমন কথা প্রকাশ্যে আসতেই তার বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তির্যক মন্তব্য করে তিনি লেখেন, এত পড়াশোনা করলাম, পিএইচডি করলাম, ‘১৪৪ ধারা’ অব্দি বুঝতে পারলাম... কিন্তু ‘১৭৪ ধারা’টা আজও আমার কাছে অজানাই রয়ে গেল।  মঙ্গলবার নুসরাতের ‘১৭৪ ধারা’ মন্তব্যের পর অস্বস্তিতে পড়েছ শাসক দলও। তবে এখন আর সন্দেশখালির সব গ্রামে ১৪৪ ধারা বলবৎ নেই বলেই প্রশাসন সূত্রের খবর। দুটি গ্রামের কিছু জায়গায় প্রশাসনিক কাজের জন্যই ১৪৪ ধারা জারি রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS