ভিডিও

স্ত্রী’কে অনুপ্রেরণা দিতে সী’স কালেকশনের পাশে সাব্বির

প্রকাশিত: মার্চ ০১, ২০২৪, ০৯:৫২ রাত
আপডেট: মার্চ ০১, ২০২৪, ০৯:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীনঃ বাংলাদেশে এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে শ্রোতা দর্শকের ভালোবাসায় এক অন্যরকম অবস্থানে আছেন চট্টগ্রামের সন্তান ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী সাব্বির জামান। তার স্ত্রী রেহানা জামান সম্পর্কেও অনেকে অবগত। বিশেষত সুখী দম্পতি হিসেবে তারা নিজেদের সার্কেলে বেশ আদর্শ দম্পতি হিসেবেও দৃষ্টান্ত স্থাপন করে আছেন। তাই সাব্বিরের প্রজন্মের অনেকের কাছেই সাব্বির বেশ অনুকরণীয় এবং অনুপ্রেরণারও বটে। বেশ কয়েক বছর আগেই সাব্বিরের স্ত্রী অনলাইনে নারীদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের ব্যবসা শুরু করেন। নাম ‘সী’স কালেকশন’। একটু একটু করে এই ব্যবসার পরিধি বেড়েছে। রেহানা জামানের ভাষায়, ব্যবসার প্রচার ও প্রসার বাড়ায় তিনি মনে করেছেন এবার একটি শো’রুম থাকা জরুরী। তাই রাজধানীর মগবাজারের রাজ্জাক প্লাজার দ্বিতীয় তলার একটি কর্র্ণারে রেহানা জামান তার ‘সী’স কালেকশন’র একটি শো রুম’র উদ্বোধন করলেন গেলো ২৭ ফেব্রুয়ারি।

উদ্বোধনী দিনে তাদেরকে শুভকামনা জানাতে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেকেই উপস্থিত হয়েছিলেন। শুধু এই তারকা দম্পতির প্রতি ভালোবাসা জানাতেই বিকেল থেকে রাত পর্যন্ত শিল্পীরা ফুলেল শুভেচ্ছায় তাদের সিক্ত করেন। নিজের স্ত্রী’র এমন একটি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা এবং তার জন্য আশীবার্দ করে সাব্বির জামান বলেন,‘ মানুষ যদি কাজ করে, উপাপর্জন করে সেটা শুধু তার জন্যই নয় দেশের জন্যও অনেক বড় একটা সাপোর্ট হয়। আমার মনে হয় এভাবে আমরা একজন আরেকজনের হাত ধরে এগিয়ে গেলে বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। তো, একটাই শুধু চাওয়া-আপনারা সবাই সী’স কালেকশনের পাশে থাকবেন। তাতে করে শুধু সী’স কালেকশনই নয় তার আশেপাশে যারা আছেন তাদেরও জীবনের মানোন্নয়ন হবে। আর এভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারবো। আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। তো, সবচেয়ে ভালো বন্ধুটির আরো সফলতা কামনা করি। আল্লাহ তার সহায় থাকুক। সবকিছু সামাল দিয়ে সে তার ব্যবসায় সফল হউক আমি এই দোয়াই করি।’

রেহানা জামান বলেন,‘ আমাদের বিবাহিত জীবনের সুখে দুঃখে সবাই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন আশা করি। সাব্বিরই আসলে আমার এই ব্যবসায় এগিয়ে চলার অনুপ্রেরণা। কারণ সাব্বির শুধু আমার পরিবারেরই না, অনেকের পরিবারের ভালো মন্দের খোঁজ রাখেন, এটা কথার কথা না, প্রমাণিত। সাব্বিরকে যারা জানেন তারা বিষয়টা বুঝবেন। তো, সাব্বিরের অনুপ্রেরণাতে, সাহসেই আমি সী’স কালেকশনের এই শো রুমটা দেয়ার সাহস পেয়েছি, শক্তি পেয়েছি। আপনারা সবাই পাশে থাকবনে, এই কামনা।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS