ভিডিও

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ০২:১৫ দুপুর
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ০২:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : মা হারালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পীর মা স্বপ্না সাহা।

চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন। সেখান থেকে ফিরে কিছুটা সুস্থ হলেও পরিবারের সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমান।

মায়ের আত্মার শান্তি কামনা করে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন।’

বাপ্পির চলচ্চিত্রে অভিষেক ঘটে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ অভিনয়ের মধ্য দিয়ে। পরিচালক যুগল শাহীন-সুমনের এই ছবিতে তার সাথে আরও অভিষেক ঘটে অভিনেত্রী মাহিয়া মাহির। 
 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS