আদিলকে ভালোবেসে গেলো বছর জুলাই মাসে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। নিজের ধর্মও পরিবর্তন করে ছিলেন রাখি। খুব ঘটা করেই নিজের দাম্পত্য ও প্রেম কাহিনী প্রচার করতে রাখি-আদিল।
কিন্তু এই সোনার সংসার বেশি দূর যেতে পারেনি। আদিলের সঙ্গে কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। কাঁচের মতোই ভেঙে যায় তাদের সংসার। শুধু তাই নয়, পারিবারিক কলহের অভিযোগে যে আদিলকে রাখি জেল খাটিয়ে ছিলেন।
সেই আদিল ফের সংসার শুরু করলেন। এবার আদিলের পাত্রী জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এর প্রতিযোগী সোমি খান।
জানা গেছে, জয়পুরেই সোমির গলায় মালা দিয়েছেন রাখির সাবেক আদিল। তবে আদিল ও সোমির বিয়ের খবর রটে গেলেও, এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, রাখির ‘কুনজর’ থেকে বাঁচতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আদিল।
আদিলের নতুন বউ সোমি খান
রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।
রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’ নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।
এর আগে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।