ভিডিও

বদলে গেলেন আলিয়া, কিন্তু কেন?

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৪:১৫ দুপুর
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৪:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিলে সঙ্গে সংসার জীবন শুরু করেছিলেন। এরপর পার হয়েছে দীর্ঘ সময়। আলিয়ার কোলে এসেছে ফুটফুটে কন্যা রাহা। সদ্য মেয়ের ১ বছরের জন্মদিন পালন করলেন আলিয়া-রণবীর। অভিনেতা এখন পুরোদস্তুর বাবা হয়ে উঠেছেন। যতবারই প্রকাশ্যে দেখা গেছে রাহাকে, সে প্রায় অধিকাংশ সময়ই বাবার কোলে।

অন্যদিকে আলিয়াও মাতৃত্বের যাত্রা শুরু করেছেন। মেয়ে রাহার জন্মের পর নাকি অনেকটা বদলে গেছেন তিনি। সেই পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করতে পারছেন এ নায়িকা। আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালো করেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসেবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর-ঘরনি। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সবরকমভাবে পাশে রয়েছেন রণবীর। মেয়ে জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে এককাট্টা। 

আলিয়া বলেন, ‘মেয়ের জন্মের পরই আমার একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’ আলিয়া আরও বলেন, ‘এভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভালো মা হতে চাই! তবে রাহার জন্মের পর থেকে সারাক্ষণ দুশ্চিন্তা হয়। যা-ই করি, মনে হয়, আমার সন্তানের এতে ভালো হবে তো। তবে শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ওকে আমরা আমাদের সেরাটা দেব। বাকিটা ঈশ্বরের উপর।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS